ব্রুকলিনে ভবনের সিড়িঘরে গুলিবিদ্ধ মরদেহ

মার্চ ২১ ২০২৩, ২০:৪৪

ব্রুকলিনের এই ভবনের সিড়ি থেকে উদ্ধার হয়েছে গুলিবিদ্ধ মরদেহ

ব্রুকলিনের এই ভবনের সিড়ি থেকে উদ্ধার হয়েছে গুলিবিদ্ধ মরদেহ

  • 0

মরদেহের মাথায় ছিল গুলির চিহ্ন। হত্যার কারণ এখনও জানায়নি পুলিশ

নিউ ইয়র্কের ব্রুকলিনে একটি আবাসিক এলাকার ভবন থেকে গুলিবিদ্ধ একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

ব্রুকলিনের শিপশেড বে এর নসট্র্যান্ডস হাউজিং কমপ্লেক্সের প্রথম তলার সিড়ি থেকে মঙ্গলবার গভীর রাতে উদ্ধার করা হয় মরদেহটি। তবে নিহতের পরিচয় প্রকাশ করেনি পুলিশ, জানা যায়নি হত্যার কারণ।

তদন্তকারীরা বলছেন, নিহতের বয়স ৩৭। তাকে সোমবার রাত ১১টা দিকে এক বন্ধুর সঙ্গে ওই ভবনে যেতে দেখা গেছে। তিনি থাকেন পাশের বিল্ডিংয়ে। 

ওই হাউজিং কমপ্লেক্সে প্রায় ৪০ বছর কাটিয়েছেন মাইক ব্র্যান্ডকুইস্ট। এখন তিনি অন্য এলাকায় থাকেন। তিনি জানান, এই ঘটনার খবর পেয়ে গভীর রাতেই নসট্র্যান্ডস হাউজিংয়ে থাকা তার বন্ধুদের খবর নিতে চলে এসেছেন।

মাইক বলেন, ‘যেখানে লাশ পাওয়া গেছে, আমি এক সময় সেই ফ্লোরেই থাকতাম। আমার এক বন্ধুর কাছ থেকে খবর পেয়ে এখানে এসেছি। এখন অন্য বন্ধুদের খবর নিচ্ছি।’

এ ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ।


0 মন্তব্য

মন্তব্য করুন