আফগানিস্তানে বিমানবন্দরে বোমা হামলার ‘মাস্টারমাইন্ডকে’ হত্যা করেছে তালেবান

টিবিএন ডেস্ক

এপ্রিল ২৬ ২০২৩, ২১:০৫

২০২১ সালে বোমা হামলায় ১৩ জন অ্যামেরিকান সেনা নিহত হন। ছবি: এএফপি

২০২১ সালে বোমা হামলায় ১৩ জন অ্যামেরিকান সেনা নিহত হন। ছবি: এএফপি

  • 0

আফগানিস্তানের কাবুলে বিমানবন্দরে ২০২১ সালের বোমা হামলার ‘পরিকল্পনাকারী’ আইএস নেতাকে হত্যা করেছে তালেবান।

অ্যামেরিকার বাইডেন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। তার দাবি, ওই আইএস-কে নেতাকে হত্যায় অ্যামেরিকার কোনো সম্পৃক্ততা ছিল না। 

কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাবে গেটে ২০২১ সালের ২৬ অগাস্টের বোমা হামলায় অন্তত ১৭০ আফগান নাগরিক ও ১৩ জন অ্যামেরিকান সেনা নিহত হন।

ওই কর্মকর্তা মঙ্গলবার বলেন, ‘আমরা জানতে পেরেছি তালেবানের সম্প্রতি অভিযানে এক আইএস জঙ্গি নিহত হয়েছেন। ওই জঙ্গি ২০২১ সালের ভয়ঙ্কর বোমা হামলার জন্য দায়ী। তিনি আইএসকে-এর শীর্ষ নেতা ছিলেন। তার নেতৃত্বেই আত্মঘাতী বোমারু আফগানিস্তানের বিমানবন্দরে হামলা চালিয়ে অ্যামেরিকান সেনাদের হত্যা করে।’

তালেবানের এই হামলায় অ্যামেরিকার মদদ ছিল না দাবি করে তিনি বলেন, ‘তালেবানের অভিযানে আমাদের সম্পৃক্ততা নেই। তবে ঘটনাটি আমাদের জন্য উল্লেখযোগ্য বটে।’

উল্লেখ্য, আফগানিস্তানের আইএস সংগঠনকে আইএস খোরাসান বা আইএস-কে বলা হয়। ২০২১ সাল থেকে আফগানিস্তানে তালেবান শাসন চলছে। আইএসও সেদেশে আছে, মাঝে মাঝে হামলা চালিয়ে তারা নিজেদের উপস্থিতি জানান দেয়।

আফগানিস্তানের বাইরে এখন আইএস তেমন কোনো বড় হুমকি নয় বলে মনে করছে অ্যামেরিকার প্রশাসন। যদিও অ্যামেরিকান সামরিক বাহিনী আইএসকে হালকা করে দেখতে নারাজ।

ইউএস সেন্ট্রাল কমান্ড-এর কমান্ডার জেনারেল এরিক কুরিলা গত মাসে সেনেটের আর্মড সার্ভিসেস কমিটিতে বলেন, ‘এটা আমার কমান্ডারের ধারণা যে আইএসকে কোনো ধরনের ইঙ্গিত না দিয়েই ছয় মাসের মধ্যে অ্যামেরিকা কিংবা পশ্চিমাদের বিরুদ্ধে বিদেশী মাটিতে অভিযান চালাতে পারে।’

এক বিবৃতিতে মঙ্গলবার হোয়াইট হাউযের মুখপাত্র জন কিরবিও তালেবানের হামলায় ওই শীর্ষ আইএস নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা তালেবানকে স্পষ্ট বলেছি তারা যেন আল-কায়েদা বা আইএস সন্ত্রাসীদের আশ্রয় না দেয়।’


0 মন্তব্য

মন্তব্য করুন