নিউ ইয়র্কে বাইক পাথে হামলায় আইএস জঙ্গির ৮ যাবজ্জীবন

টিবিএন ডেস্ক

মে ১৮ ২০২৩, ১৯:২৭

২০১৭ সালে নিউ ইয়র্কে বাইক পাথের হামলায় আইএস জঙ্গি সাইফুল্লো সাইপভের ৮ যাবজ্জীবন। ছবি: ফক্স নিউয

২০১৭ সালে নিউ ইয়র্কে বাইক পাথের হামলায় আইএস জঙ্গি সাইফুল্লো সাইপভের ৮ যাবজ্জীবন। ছবি: ফক্স নিউয

  • 0

নিউ ইয়র্ক সিটির বাইক পাথে হামলা চালিয়ে আট জনকে হত্যার দায়ে আইএস জঙ্গি সাইফুল্লো সাইপভের সাজা মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। আট জনকে হত্যায় তাকে পরপর আট বার যাবজ্জীবন দণ্ড দেয়া হয়।

ম্যানহাটনের ফেডারেল কোর্ট বিচারক ভারনন এস ব্রডরিক বৃহস্পতিবার তার সাজা ঘোষণা করেন

সাইপভের মৃত্যুদণ্ড বাতিল হয় গত মার্চেই। কারণ সে সময় ফেডারেল কোর্টের জুরিরা তার বিরুদ্ধে আনা নয়টি অভিযোগের কোনোটিতেই মৃত্যুদণ্ডের পক্ষে অবস্থান নেননি। 

২০১৭ সালের হ্যালোউইনে ম্যানহাটনের ওয়েস্ট সাইড সাইকেল পাথে সাইক্লিস্ট পথচারীদের উপর ভাড়া করা একটি ইউ-হল ট্রাক চালিয়ে দেন সাইপভ। ধাক্কা দেন একটি স্কুল বাসকেও। এরপর ট্রাক থেকে নেমে পেলেট গান ও পেইন্টবল বন্দুক থেকে গুলি ছোড়েন সাইপভ। 

পরিস্থিতে নিয়ন্ত্রণে আনতে নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের এক কর্মকর্তা তাকে গুলি করে হেফাজতে নেন।  

৩৫ বছর বয়সী সাইপভর উজবেকিস্তানের নাগরিক। তিনি থাকতেন নিউ জার্সি স্টেইটের প্যাটারসনে।

চলতি বছরের শুরুতে আটটি হত্যাকাণ্ডের অভিযোগসহ অন্তত ২৮টি অপরাধে দোষী সাব্যস্ত হন তিনি। 

রায় ঘোষণার পর প্রসিকিউটররা বলেন, ‘সাইপভ একজন অপ্রতিরোধ্য সন্ত্রাসী ও অনুশোচনাহীন খুনি। তিনি কোনো ধরনের নমনীয়তা প্রদর্শনের যোগ্য নন। আইন অনুযায়ী তার পূর্ণাঙ্গ সাজা হওয়া উচিৎ।’


0 মন্তব্য

মন্তব্য করুন