মিশিগানে গোলাগুলিতে নিহত ২
মার্চ ২৩ ২০২৩, ২৩:০৮
- 0
হামলাকারীর গুলিতে নিহত হন এক বৃদ্ধ। পরে পুলিশের গুলিতে নিহত হন হামলাকারী।
মিশিগানের ওকল্যান্ড কাউন্টিতে গোলাগুলির ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছে। ওকল্যান্ড কাউন্টির হাইল্যান্ড টাউনশিপের মিলফোর্ড রোডের কাছে বুধবার সকালে এই হামলারা ঘটনা ঘটে। বন্দুকধারী ডিয়ারবর্নের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
তদন্ত কর্মকর্তারা জানান, হামলাকারী তার শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রী, শ্বশুর ও শাশুড়ির ওপর গুলি চালায়। ঘটনাস্থলেই ৬৯ বছর বয়সী শ্বশুর নিহত হন। বাড়িতে থাকা ৮ বছর বয়সী এক শিশু ৯১১ এ কল করে সাহায্য চায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, ওই ব্যক্তি তার স্ত্রীর ওপর হামলে পড়েছে। তাকে আত্মসমর্পন করতে বলা হলেও তা শোনেননি। এরপর পুলিশ গুলি চালালে হামলাকারী নিহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওকল্যান্ড শেরিফ মাইকেল বাউচার্ড জানান, দাম্পত্য কলহের জেরে হামলাকারীর স্ত্রী তার সন্তানদের নিয়ে মা-বাবার কাছে থাকতেন। এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন ওই ব্যক্তি। এ কারণে স্ত্রীকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালান তিনি।
ওই ব্যক্তির বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতা, পারিবারিক সহিংসতা ও লুটপাতের নানা অভিযোগ ছিল বলেও জানান এই কর্মকর্তা।