জাতীয় দলের হয়ে সৌম্য সবশেষ খেলেছিলেন ২০২২ সালের নভেম্বরে। তার আছে ১৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৭২টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা।
ইমার্জিং এশিয়া কাপের দলে আরও আছেন সদ্য শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষে সিরিজে টেস্টের দলে ডাক পাওয়া শাহাদাৎ হোসেন ও মুশফিক হাসান।
ইতোমধ্যে জাতীয় দলের জার্সি গায়ে চাপানো জাকির হাসান, মাহমুদুল হাসান, মেহেদি হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, পারভেজ হোসেন ও মোহাম্মদ নাঈমকেও রাখা হয়েছে।
৫০ ওভারের চতুর্থ আসরের এ টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দল ছাড়াও খেলবে আরও সাতটি দেশের ‘এ’ দল। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলংকা, আফগানিস্তান ও ওমান। ‘বি’ গ্রুপে- ভারত, পাকিস্তান, নেপাল ও ইউনাইটেড আরব আমিরাত।
আগামী ১৪ জুলাই শুরু হবে আসর। উদ্বোধনী দিন বাংলাদেশ খেলবে শ্রীলংকার বিপক্ষে। এরপর ১৬ জুলাই ওমান এবং ১৮ জুলাই আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
২১ জুলাই দুটি সেমি-ফাইনাল এবং ২৩ জুলাই হবে ফাইনাল।
বাংলাদেশ ইমার্জিং দল: সাইফ হাসান (ক্যাপ্টেন), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, রকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরি, তানজিম হাসান, রিপন মন্ডল, মুশফিক হাসান, আকবর আলি ও মোহাম্মদ নাঈম শেখ।
রিজার্ভ : অমিত হাসান, সুমন খান, নাঈম হাসান, হাসান মুরাদ।