নিহত নারীর বয়স ৭০। গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে তার মৃত্যু হয়। আহত গাড়িচালক ও বাড়ির লোকজনকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।
ইয়ঙ্কারসের সিক্স হান্ডরেড নাইন্টিথ্রি নর্থ ব্রডওয়েতে রোববার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, গাড়িটি নর্থবাউন্ডের দিকে যাচ্ছিল। কোনো কারণে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশে চলে যায়। বৃদ্ধ পথচারীকে ধাক্কা দিয়ে সেটি পাশের একটি বাড়ির দেয়াল ভেদ করে ভেতরে গিয়ে বিধ্বস্ত হয়।
পথচারী নারী ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে ৫৪ বছর বয়সী গাড়িচালক হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা স্থিতিশীল। আর ওই বাড়ির আহত বাসিন্দাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।