ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ, উৎপত্তিস্থল সিলেট

টিবিএন ডেস্ক

জুন ১৬ ২০২৩, ১১:২৭

বাংলাদেশের রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ছবি: সংগৃহীত

  • 0

রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার সকালে ভূমিকম্প হয়েছে। এ নিয়ে দুই মাসে দেশটিতে দুই বার ভূমিকম্প অনুভূত হলো। দুটিরই উৎপত্তিস্থল দেশে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এদিন সকাল ১০টা ৪৬ মিনিট ১৫ সেকেন্ডের দিকে মৃদু ও হালকা ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।

অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জ, যা ঢাকা ভূমিকম্প সেন্টার থেকে ২০২ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।

এর আগে গত ৫ মে ভোরে ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩ এবং উৎপত্তিস্থল ঢাকার কাছে বিক্রমপুরের দোহার থেকে প্রায় ১৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে।


0 মন্তব্য

মন্তব্য করুন