সিবিএস নিউযের প্রতিবেদনে বলা হয়েছে, জেফারসন কাউন্টি শেরিফ অফিস বুধবার এই তথ্য প্রকাশ করেছে।
পরিবারের সদস্যদের নিয়ে গত বুধবার গাড়ি চালাচ্ছিলেন জেফারসন কাউন্টির ২০ বছর বয়সী তরুণী অ্যালেক্সা বারটেল। চলন্ত গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের ছোড়া পাথর উইন্ডশিল্ড ভেঙে বারটেলকে আঘাত করে। এতে তিনি নিয়ন্ত্রণ হারালে গাড়ি রাস্তার পাশে গিয়ে পড়ে।
পুলিশ গাড়ি থেকে বারটেলকে মৃত অবস্থায় উদ্ধার করে। অন্য আরোহীরা আহত হন। ক্ষত দেখে ধারণা করা হয় পাথরের আঘাতে বারটেলের মৃত্যু হয়েছে।
ঘটনার তদন্তের পর সে রাতেই নিজ নিজ বাড়ি থেকে জোসেফ কোয়েনিগ, নিকোলাস মিচ ক্যারল-চিক ও জ্যাচ্যারি কেওয়াককে গ্রেফতার করা হয় বলে জানায় শেরিফ অফিস। তাদের বয়স ১৮। তাদের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডারের অভিযোগে মামলা হবে।
শেরিফ অফিস জানায়, সে রাতে একই স্থানে বেশ কয়েকটি গাড়ির দিকে পাথর ছোড়া হয়। এর মধ্যে শেষ গাড়িটি ছিল বারটেলের। অন্য গাড়িগুলোর তেমন কোনো ক্ষতি হয়নি।