তার ম্যানেজার বিষয়টি নিশ্চিত করে জানান, মিশিগানে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় হার্ট অ্যাটাকে ১ জুন তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবার শোকাহত।
ব্রেকিং ব্যাডের ভক্তরা তাকে লন্ড্রোম্যাটের ম্যানেজার ডেনিস মারকোস্কি হসেবেই চেনেন। বাতায়েহকে ২০১১ ও ১২ সালে ব্রেকিং ব্যাডের একাধিক পর্বে দেখা গেছে। তিনি একাধারে অভিনেতা ও কমেডিয়ান ছিলেন। অভিনয় জীবনে তাকে অসংখ্য টেলিভিশন শোতে দেখা গেছে। ইটস অলওয়েস সানি ইন ফিলাডেলফিয়া, স্লিপার সেল, দ্যা বার্নি ম্যাক শো, বয় মিটস ওয়ার্ল্ড, এভ্রিবডি লাভস রেমন্ড ইত্যাদি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তিনি সিনেমাতেও অভিনয় করেন। তার অভিনীত সিনেমার মধ্যে পল ওয়েইটজের অ্যামেরিকান ড্রিমস, ডোন্ট মেস উইথ জোহান অন্যতম।
তার ম্যানেজার জানান, বাতায়েহকে সম্মান জানাতে মিশিগানের প্লাইমাউথের ভার্মিউলেন-সাইয়েস্কি ফিউনারেল হোমে ১৬ জুন বেলা ২টায় শোক সভার আয়োজন করা হয়েছে।