ফেসবুকে ছবি দিয়ে ভক্তদের জানালেন বিয়ের খবর।
ভেরিফায়েড ফেসবুক পেইয থেকে পোস্ট করা ছবিতে স্ত্রীর সঙ্গে ঝলমলে সাদা পোশাকে দেখা গেছে সালমানকে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দ্য এন্ড অফ “সালমান মুক্তাদির”- ৩০.০৪.২০২৩… মাই ডিয়ার ওয়াইফ ফর দ্য রেস্ট অফ মাই লাইফ।’
ক্যাপশন দেখে ভক্তরা ধারণা করছেন, ৩০ এপ্রিল তিনি গাঁটছড়া বেঁধেছেন। তবে স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি তরুণ এই ইউটিউবার ও অভিনেতা।