মেক্সিকোয় তীব্র দাবদাহে ৮ প্রাণহানি

টিবিএন ডেস্ক

জুন ১৭ ২০২৩, ১২:১২

মেক্সিকোতে তীব্র দাবদাহে আট জনের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

মেক্সিকোতে তীব্র দাবদাহে আট জনের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

  • 0

মেক্সিকোতে প্রচণ্ড উষ্ণ আবহাওয়ায় আট জনের মৃত্যু হয়েছে। দেশটির সংবাদমাধ্যম শুক্রবার রাতে এ তথ্য জানায়।

মেক্সিকোর জাতীয় আবহাওয়া পরিষেবার তথ্য অনুযায়ী, ভেরাক্রুযে তিন জন, সোনোরায় দুই জন, কুইন্টানা রুতে দুই জন এবং ওক্সাকা রাজ্যে একজনের মৃত্যু হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে উষ্ণতম দিনের মধ্য দিয়ে যাচ্ছেন মেক্সিকানরা। আনাদোলু এজেন্সি জানায়, দেশটির উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বাভাবিকের চেয়ে কয়েক ডিগ্রি বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ভেরাক্রুয, সোনোরা, কুইন্টানা ও ওক্সাকা রাজ্যে সর্বোচ্চ ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

অঞ্চলগুলোতে তীব্র গরম আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকবে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সান-স্ট্রোকে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুপুর বেলা প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

মেক্সিকোতে চলতি মৌসুমে দাবদাহের কারণে ৪৮৭ জন অসুস্থ হয়েছেন।


0 মন্তব্য

মন্তব্য করুন