নিউ ইয়র্ক ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী খুনে অভিযুক্ত আটক

টিবিএন ডেস্ক

মে ১০ ২০২৩, ২৩:৪৬

নিউ ইয়র্ক ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী খুনে অভিযুক্ত আটক
  • 0

পুয়ের্তো রিকোতে গত শনিবার নিউ ইয়র্ক ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীকে গুলি করে হত্যার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ।

গুলিতে নিহত ওই দুই শিক্ষার্থী হলেন ২৯ বছর বয়সী ফ্রাংকো মাডিনা এবং ২৮ বছরের সার্হিও পালোমিনো রুইয। পুয়ের্তো রিকোতে এক বন্ধুর জন্মদিন উদযাপনের জন্য তারা সেখানে গিয়েছিলেন।

পুলিশের প্রকাশ করা এক ভিডিওতে সন্দেহভাজন এক নারীকে দেখা যায়। তাকে মঙ্গলবার আদালতে তোলার কথা ছিল। 

কর্তৃপক্ষ জানায়, গুলি ছোড়ার ঘটনা ঘটে সানজুয়ানের লুইজা স্ট্রিটে। এ ঘটনায় আরও কয়েকজন সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ।

নিউ ইয়র্ক ইউনিভার্সিটির মুখপাত্র জন বেইকম্যান বলেন, “পুয়ের্তো রিকোতে এমবিএ’র দুজন শিক্ষার্থীর মৃত্যুতে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির কমিউনিটি খুবই শোকাহত ও মর্মাহত।”

তিনি আরও জানান, ওই দুই শিক্ষার্থী অপরিচিত দুটি গ্রুপের বিবাদ দেখছিলেন।

বেইকম্যান বলেন, রুইয ও মাডিনা ছোট একটি গ্রুপের অংশ ছিলেন। গ্রুপটি পুয়ের্তো রিকোতে ছুটি কাটাতে গিয়েছিলেন। 

এ ঘটনায় ভিক্টিমদের সঙ্গী শিক্ষার্থীদের জন্য কাউন্সিলিং সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি। 

বেইকম্যান বলেন, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ওই গ্রুপের বাকি শিক্ষার্থীদের খোঁজখবর রাখছে এবং তাদের যেকোনো সহায়তা দিতে প্রস্তুত। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ নিহতদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করছে এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে।

নিউ ইয়র্ক ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের শিক্ষার্থীরা রুইজ ও মাডিনার পরিবারকে সহায়তার জন্য গো ফান্ড মি নামে একটি ফান্ড রেইজিং প্লাটফর্মও তৈরি করেছেন।


0 মন্তব্য

মন্তব্য করুন