ডিপিসি জানায়, ইউরোপীয় ইউনিয়নের সদস্য ও মেটার গ্রাহকের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশনস (জিডিপিআর) লঙ্ঘনের দায়ে মেটাকে জরিমানা করা হয়েছে।
নিয়ন্ত্রকেরা বলেছেন, ২০১৮ সালের পর জিডিপিআর আরোপিত সবচেয়ে বড় অংকের জরিমানা করা হয়েছে মেটাকে।
অ্যামেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ২০২০ সালের জুলাই থেকে ডেটা স্থানান্তর করেছে ফেসবুকের মূল সংস্থা মেটা। এক্ষেত্রে ‘চুক্তির শর্ত’ লঙ্ঘন করায় শাস্তির মুখোমুখি হতে হচ্ছে।
ইউরোপিয়ান ডেটা প্রোটেকশন বোর্ডের প্রধান অ্যানড্রিয়া যেলিনেক এক বিবৃতিতে বলেন, ‘জরিমানার এমন বিরল ঘটনা সংস্থাগুলোর জন্য শক্তিশালী সতর্ক বার্তা। তাদের বোঝা উচিৎ কাউকে ছাড় দেয়া হবে না, আইন লঙ্ঘন করলে সুদূরপ্রসারী শাস্তির মুখোমুখি করা হবে।’