২৭ ধরনের আবেগে তাড়িত মানুষ

টিবিএন ডেস্ক

জুন ২৫ ২০২৩, ২২:৪৬

ইন্টারঅ্যাক্টিভ মানচিত্র। ছবি: সংগৃহীত

ইন্টারঅ্যাক্টিভ মানচিত্র। ছবি: সংগৃহীত

  • 0

সাধারণভাবে মনে করা হয় ছয় ধরনের আবেগের উপলব্ধি ও এতে তাড়িত হতে পারে মানুষ। আর এগুলো হলো সুখ, দুঃখ, রাগ, বিস্ময়, ভয় ও ঘৃণা।

তবে দীর্ঘস্থায়ী এই ধারণাকে ভেঙে দিয়ে ন্যাশনাল অ্যাকাডেমি অফ জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, মানুষের আবেগ রয়েছে ২৭ ধরনের।

ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গ্রেটার গুড সায়েন্স সেন্টার ফ্যাকাল্টি ডিরেক্টর ড্যাচার ক্যাল্টনার ও তার সহযোগী অ্যালান এস কাউয়েন গবেষণাটি করেছেন। তারা পুরুষ ও নারীর ২১১৫টি মানসিক উদ্দীপনার ভিডিও বিশ্লেষণ করে আবেগের এই ২৭টি অবস্থা চিহ্নিত করেছেন।

ভিডিওগুলো বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা ছিল। যেমন কারও মুখের উপর একটি মাকড়সা ছেড়ে দেয়া বা বিশ্রীভাবে হ্যান্ডশেক করাসহ বিভিন্ন অদ্ভুত কার্যক্রম পরিচালতা করে সে সময়ে মানুষের আবেগ ধারণ।

গবেষকেরা এর মাধ্যমে যে ২৭টি আবেগ চিহ্নিত করেছেন সেগুলো হলো:

  • প্রশংসা
  • স্নেহ
  • নান্দনিক প্রশংসা
  • বিনোদন
  • দুশ্চিন্তা
  • বিস্ময়
  • বিব্রতবোধ
  • বিরক্তি
  • প্রশান্তি
  • বিভ্রান্তি
  • লালসা
  • বিতৃষ্ণা
  • সহানুভূতিশীলতা
  • মুগ্ধতা
  • ঈর্ষা
  • উত্তেজনা
  • ভয়
  • স্বার্থ
  • আতঙ্ক
  • আনন্দ
  • স্মৃতিকাতরতা
  • প্রণয়
  • দুঃখ
  • সন্তুষ্টি
  • যৌন আকাঙ্ক্ষা
  • সমানুভূতি
  • জয়

গবেষকদের বানানো ইন্টারঅ্যাক্টিভ মানচিত্র থেকে আপনিও শত শত ভিডিওক্লিপ দেখতে পারবেন। মিলিয়ে নিতে পারেন আপনার আবেগের অবস্থা।


0 মন্তব্য

মন্তব্য করুন