পশ্চিমাদের প্রতি যেলেনস্কির কৃতজ্ঞ হওয়া উচিত: বৃটিশ প্রতিরক্ষামন্ত্রী

টিবিএন ডেস্ক

জুলাই ১২ ২০২৩, ২২:৩২

বৃটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস (বাঁয়ে) এবং নেইটো সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক (মাঝে) ও ইউক্রেইনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমিরি যেলেনস্কি। ছবি কোলাজ: টিবিএন

বৃটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস (বাঁয়ে) এবং নেইটো সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক (মাঝে) ও ইউক্রেইনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমিরি যেলেনস্কি। ছবি কোলাজ: টিবিএন

  • 0

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নানা সামরিক সহায়তা পাওয়ায় পশ্চিমা দেশগুলোর প্রতি ইউক্রেইনের আরও বেশি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেছেন বৃটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। নেইটোর সদস্যপদের নির্ধারিত সময়সূচি চেয়ে ইউক্রেইনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির যেলেনস্কির বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

লিথুয়ানিয়ায় নেইটোর সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে সংবাদ সম্মেলনে ওয়ালেস জানান, পশ্চিমা দেশগুলো থেকে ইউক্রেইন মিলিয়ন মিলিয়ন ডলারের অস্ত্র পেয়েছে।

যেলেনস্কির উদ্দেশে তিনি বলেন, ‘বিষয়টি ভালো লাগুক কি না লাগুক, মানুষ কিছুটা হলেও কৃতজ্ঞতা দেখতে চায়… বিভিন্ন দেশ নিজস্ব ভাণ্ডারের অস্ত্র আপনাকে দিয়ে দিচ্ছে। আপনাদেরও অ্যামেরিকার আইনপ্রণেতাদেরকে এবং অন্য দেশের সংশয়ে থাকা রাজনীতিবিদদের বোঝাতে হবে যে, এই সহায়তা আপনাদের জন্য কতটা জরুরি। এটাই বাস্তবতা।’

বৃটিশ মন্ত্রী জানান, গত বছর ইউক্রেইন সফরে যাওয়ার পর তার হাতে ইউক্রেইনের কর্মকর্তারা সামরিক সহায়তার নতুন একটি তালিকা ধরিয়ে দেন।

মন্ত্রী বলেন, ‘আমি গত বছর ১১ ঘণ্টার পথ পাড়ি দিয়ে সেখানে গেলাম, আমাকে তারা শপিং লিস্ট দিলেন। আমি তখন তাদের বলেছিলাম- আমরা তো অ্যামাজন নই।’

বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক অবশ্য তার মন্ত্রীর বক্তব্যের বিপরীত কথা বলেছেন।

তিনি বলেন, ‘আমরা বিভিন্ন সময় যা কিছু করেছি, তার জন্য যেলেনস্কি কৃতজ্ঞতা জানিয়েছেন… এক বার নয়, অনেকবারই কৃতজ্ঞতা জানিয়েছেন। যখনই তার সঙ্গে দেখা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন যে তিনি ও তার দেশের মানুষ ইউকের প্রতি কৃতজ্ঞ।’

সুনাক জানান, যেলেনস্কিকে প্রয়োজনীয় সব সহায়তা দেয়া অব্যাহত রাখবে বৃটেইন।

নেইটো সম্মেলন শুরু আগে এক টুইটবার্তায় যেলেনস্কি বলেন, ‘ইউক্রেইনকে যুক্ত করার কিংবা কোনো ধরনের আমন্ত্রণ জানানোর কোনো সময়সূচি নেইটো নির্ধারণ করছে না। এটি নজিরবিহীন ও অযৌক্তিক ঘটনা।

‘মনে হচ্ছে ইউক্রেইনকে আমন্ত্রণ জানানোর বা জোটের সদস্য করার জন্য এখনও নেইটোর প্রস্তুতি নেই। এর মানে হলো ইউক্রেইনের সদস্যপদ নিয়ে রাশিয়ার দর কষাকষির সুযোগ থেকে যাচ্ছে। আর এটি রাশিয়াকে সন্ত্রাসবাদ চালিয়ে যেতে রাখতে উৎসাহিত করবে।’

লিথুনিয়ার ভিলনিয়াসে প্রথম দিনের সম্মেলন শেষে মঙ্গলবারই নেইটো জানায়, ইউক্রেইনের সদস্যপদের প্রক্রিয়া সহজ করতে একমত হয়েছেন নেতারা। প্রক্রিয়া দুই ধাপ থেকে কমিয়ে এক ধাপ করা হয়েছে।

তবে এক্ষেত্রে নির্ধারিত কোনো সময়সীমা দেয়া হবে না।

নেইটোর সদস্যপদের এই ইতিবাচক বার্তা পাওয়ার পর সুর নরম করে যেলেনস্কি জানান, ইউক্রেইনকে এখনই জোটের সদস্য না করার বিষয়টি যুক্তিসঙ্গত ও বোধগম্য। কারণ জোটের অনেক সদস্যই চায় না যে এই পদক্ষেপের কারণে রাশিয়া-ইউক্রেইন দ্বন্দ্ব বিশ্বযুদ্ধে পরিণত হোক।

সম্মেলনের সিদ্ধান্তের প্রশংসা করে তিনি জানান, সিদ্ধান্তের বাস্তব ফল তখনই দেখা যাবে যখন তার দেশকে সদস্য হওয়ার জন্য নেইটো আমন্ত্রণ পাঠাবে।


0 মন্তব্য

মন্তব্য করুন