আকাশে ভাসবে স্ট্রবেরি মুন

টিবিএন ডেস্ক

জুন ৪ ২০২৩, ১৭:১৬

রাতের আকাশ আলোয় ভাসাবে স্ট্রবেরি মুন। ছবি: রয়টার্স

রাতের আকাশ আলোয় ভাসাবে স্ট্রবেরি মুন। ছবি: রয়টার্স

  • 0

শনিবার সূর্যাস্তের পর দক্ষিণ-পূর্ব দিকের আকাশে তাকালেই দেখা যাবে নয়নাভিরাম ফুল মুন বা পূর্ণ চাঁদ। জুন মাসের এম পূর্ণ চাঁদকে স্ট্রবেরি মুনও বলা হয়।

শনিবার ঘড়ির কাঁটা ইস্টার্ন টাইম ১২টা ৪২ মিনিটে পৌঁছালে স্ট্রবেরি মুনের পরিপূর্ণ অবস্থা দেখতে পাবেন আপনি। 

স্ট্রবেরি মুন নামের সঙ্গে চাঁদের রঙের অবশ্য কোনো মিল নেই। অ্যামেরিকায় বছরের এ সময় স্ট্রবেরির চাষ হয়। সময় অনুযায়ী জুনে প্রচুর স্ট্রবেরি ফুল থাকে ও আগাম ফল পাকে। এ কারণেই নেইটিভ অ্যামেরিকানরা এমন সময়ের পূর্ণ চাঁদকে যে নামে ডাকতেন, তার ইংরেজি করলে ‘স্ট্রবেরি মুন’-ই হয়ে থাকে। 

নাসা জানাচ্ছে, চাঁদ দেখতে পছন্দ করা মানুষের জন্য বাড়তি আনন্দ হিসেবে যোগ হবে চাঁদের কয়েক ডিগ্রি ডানদিকে স্করপিয়াসের সবথেকে উজ্জ্বল তারা অন্তরেসকে দেখার অভিজ্ঞতা। 

অ্যামেরিকান মেটিওর সোসাইটির অপারেশন ম্যানেজার মাইক হাঙ্কি এক ইমেইল বলেন, ‘আমরা পশ্চিম দিকে ভেনাস (শুক্র গ্রহ) দেখতে পাব। এটিকে চাঁদের সীমানার কাছে বড় একটি তারার মতো দেখা যাবে। অন্ধকারে মঙ্গল গ্রহও দেখা যেতে পারে শুক্রের উপর বাম দিকে মিটমিট করা লাল তারা হিসেবে। 


0 মন্তব্য

মন্তব্য করুন