ত্রেন্তো শহরের পাহাড়ি এলাকায় গত মাসে ভালুকটি ২৬ বছর বয়সী আন্দ্রেয়া পাপি নামের ওই দৌড়বিদকে আক্রমণ করে হত্যা করে। দুই সপ্তাহ খোঁজার পর 'জেজে ফোর' নাম দেয়া ভালুকটিকে আটক করে স্থানীয় কর্তৃপক্ষ।
পরে স্থানীয় কর্তৃপক্ষ ভালুকটির ইউথ্যানেশিয়ার (ব্যথাহীন মৃত্যু) দাবি করে আদালতে আবেদন করে। তবে ত্রেন্তোর আদালত এ বিষয়ে অধিকতর তদন্ত করতে বলে ও ২৭ জুন পর্যন্ত মৃত্যুদণ্ড স্থগিত করে। চূড়ান্ত রায়ের জন্য আরও অপেক্ষা করতে হচ্ছে। কারণ অধিকারকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে আদালত ১৪ ডিসেম্বর শুনানি করবে।
পশুঅধিকার কর্মী ও পাপির পরিবার ১৭ বছর বয়সী এ ভালুকটিকে মেরে ফেলার বিরুদ্ধে। অধিকার কর্মীদের দাবি প্রাণীটিকে এমন কোনো জায়গায় নিয়ে ছেড়ে আসা হোক যেন সেটি কোনো মানুষের ক্ষতি করতে না পারে।
তবে ত্রেন্তোর প্রভিনশিয়াল প্রেসিডেন্ট এ ব্যাপারে একমত নন। তিনি বলেন, ‘আন্দ্রেয়া পাপির মৃত্যু আমরা আটকাতে পারতাম যদি ২০২০ সালে ভালুকটিকে আমরা মেরে ফেলতাম।'
২০২০ সালে জেজে ফোরের আক্রমণে দুইজন আহত হন। ব্রাউন বেয়ার বা বাদামি ভালুকের প্রজাতি স্লোভেনিয়া থেকে ইতালিতে আনা হয়েছিল সংরক্ষণের উদ্দেশ্যে।
বর্তমানে এর সংখ্যা বেড়ে চলেছে এবং প্রায়ই তারা মানুষকে আক্রমণ করছে।