গ্রিসে নির্বাচনে কনজারভেটিভদের জয়

টিবিএন ডেস্ক

জুন ২৬ ২০২৩, ১৮:৩৪

ভোটে বিজয়ের পর উচ্ছ্বসিত সমর্থকদের মুখোমুখি নিউ ডেমোক্রেসি পার্টি নেতা কিরিয়াকোস মিৎসোটাকিস। ছবি: সংগৃহীত

ভোটে বিজয়ের পর উচ্ছ্বসিত সমর্থকদের মুখোমুখি নিউ ডেমোক্রেসি পার্টি নেতা কিরিয়াকোস মিৎসোটাকিস। ছবি: সংগৃহীত

  • 0

গ্রিসে কনজারভেটিভ নেতা কিরিয়াকোস মিৎসোটাকিস এক মাসের মধ্যে আয়োজিত দ্বিতীয় দফা ভোটে প্রতিদ্বন্দ্বী বামপন্থি দল সিরিজাকে পরাজিত করেছেন। এর মাধ্যমে পরিবর্তনের পথে দ্রুত এগিয়ে যাওয়ার জন্য জনগণের ‘শক্তিশালী সমর্থন’ প্রতিফলিত হয়েছে বলে দাবি করেছেন তিনি।

মিৎসোটাকিসের নিউ ডেমোক্রেসি পার্টি (এনডি) ৪০.৫ শতাংশ ভোট পেয়েছে দ্বিতীয় দফা নির্বাচনে। বেশিরভাগ ভোট গণনা শেষে সিরিয়াজার থেকে তারা প্রায় ২৩ পয়েন্টে এগিয়ে আছে।

মিৎসোটাকিসের গল গত মে মাসের ভোটে সিরিজাকে পরাজিত করে, তবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য নতুন নির্বাচনের ডাক দেন তিনি।

দ্বিতীয় দফার ভোটের পর মিৎসোটাকিস এথেন্সে সমর্থকদের উদ্দেশে বলেন, ‘এনডি আজ ইউরোপের সবচেয়ে শক্তিশালী ডানপন্থি দল।’

গুরুতর ঋণ সংকট এবং তিনটি আন্তর্জাতিক বেলআউটের পর গ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি ফিরিয়ে আনার কৃতিত্ব রয়েছে মিৎসোটাকিসের।

গ্রিকরা এখনও জীবনযাত্রার ব্যয় ও অর্তনৈতিক সংকটের সঙ্গে লড়াই করছে। এ কারণেই ভোটাররা কম ট্যাক্স এবং উন্নত জনস্বাস্থ্যের প্রতিশ্রুতির আশায় কনজারভেটিভ দলের সঙ্গে থাকা বেছে নিয়েছেন বলে ধারণা করছেন পর্যবেক্ষকেরা।

গ্রিসের কাছে একটি অভিবাসী নৌকাডুবিতে প্রায় ৫০০ জন মারা যাওয়ার ১১ দিন পরে দেশটিকে এই ভোট হলো।

মিৎসোটাকিস বলেছেন, ‘বিজয় সুস্পষ্ট হয়ে গেছে। জনগণ আমাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। খুব দ্রুত পরিবর্তন আসবে।’


0 মন্তব্য

মন্তব্য করুন