বেকারির ৬০ কাপকেক গেল ভালুকের পেটে

টিবিএন ডেস্ক

মে ২৭ ২০২৩, ২১:৫৫

কাপকেক। প্রতীকী ছবি

কাপকেক। প্রতীকী ছবি

  • 0

আর সব দিনের মতোই স্বাভাবিক ছিল সব কিছু। তবে আকস্মিক বাঁধে গণ্ডগোল। বেকারির গ্যারাজে হুট করে ঢুকে পরে একটি ক্ষুধার্ত ব্ল্যাক বিয়ার। দোকান কর্মীরা ভয়ে তটস্ত হয়ে তখন পালাতে ব্যস্ত। আর এই সুযোগে ৬০টি কাপকেকে উদরপূর্তি করে চম্পট দেয় ভালুকটি।

কানেটিকাট স্টেইটের এভন শহরের টেস্ট অ্যান্ড স্পেলবাউন্ডের একটি দোকানে বুধবার ঘটে এমন ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মীরা ডেলিভারির জন্য একটি ভ্যানে কেক তোলার সময় হাজির হয় ভালুকটি। 

বেকারির মালিক মরিয়ম স্টিফেনস ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ভালুকটি দেখেই এক কর্মী মৌরিন উইলিয়ামস তারস্বরে চিৎকার শুরু করেন। 

উইলিয়ামস অবশ্য দাবি করছেন, ভালুকটিকে ভয় পাইয়ে দিতে তিনি অমন চিৎকার করেছিলেন। ডব্লিউটিএনএইচ টিভি স্টেশনকে তিনি বলেন, চিৎকার করার পর ভালুকটি পিছু হটলেও সেটি আবার ফিরে আসে। একপর্যায়ে গায়ের উপর হামলে পড়তে গেলে উইলিয়ামস গ্যারেজ ছেড়ে বাইরে পালিয়ে আসেন। 

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেকারি কর্মীরা ভালুকটিকে শুরুতে তাড়ানোর চেষ্টা করলেও এর হিংস্র মুখ দর্শন করে পালিয়ে যেতে বাধ্য হন। ভিডিওতে দেখা যায় ভালুকটি এরপর গ্যারাজ থেকে কাপকেকভর্তি একটি পাত্র পার্কিং লটের দিকে টেনে নিয়ে যাচ্ছে৷ বেকারি কর্মীদের হিসাব বলছে, অন্তত ৬০টি কাপকেক দিয়ে উদরপূর্তি করে ভালুকটি। 

বেকারির একজন কর্মী শেষপর্যন্ত গাড়ির হর্ন টানা বাজিয়ে ভালুকটিকে তাড়াতে সক্ষম হন। 

কানেটিকাট ডিপার্টমেন্ট অফ এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশনের অফিসার এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চম্পট দিতে সক্ষম হয় চারপেয়ে কালো ভালুকটি।

স্বস্তির বিষয় হলো, হামলার ঝড় শুধু কাপকেকের ওপর দিয়ে গেছে, ভালুকের হিংস্রতার শিকার হননি কোনো বেকারিকর্মী। 

কানেটিকাটের বনাঞ্চলে এক হাজার থেকে ১২০০ ভালুক রয়েছে। এগুলো মাঝেমধ্যেই খাবারের লোভে লোকালয়ে চলে আসে। স্টেইটের ১৫৮টি শহরে গত বছর ভালুকের দর্শনলাভের ঘটনা নথিভুক্ত করেছে কর্তৃপক্ষ।  


0 মন্তব্য

মন্তব্য করুন