ইউএস ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, অ্যালাস্কার স্যান্ড পয়েন্ট থেকে প্রায় ১০৬ কিলোমিটার দক্ষিণে স্থানীয় সময় রাত ১০টা ৪৮ মিনিটে ভূমিকম্প হয়।
অ্যালাস্কা আর্থকুয়াক সেন্টারের তথ্য অনুযায়ী, অ্যালেউটিয়ান দ্বীপপুঞ্জ, অ্যালাস্কান উপদ্বীপ ও কুক ইনটেল অঞ্চলে ভূমিকম্প প্রবলভাবে অনুভূত হয়েছে।
প্রাথমিকভাবে ৭.৪ মাত্রার ভূমিকম্প বলা হলেও পরে তা কমিয়ে ৭.২ মাত্রায় নামিয়ে নেয় কর্তৃপক্ষ।
ভূমিকম্পটি ২১ কিলোমিটার (১৩ মাইল) গভীরে উৎপত্তি হয় জানিয়ে সুনামি সতর্কতা জারি করে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। অবশ্য এক ঘণ্টা পরই তা তুলে নেয়া হয়।
ভূমিকম্প শেষের পর একই এলাকায় প্রায় আট বার আফটার শক হয়। এর মধ্যে একটির মাত্রা ছিল ৫।
এই দুর্যোগে কেউ হতাহত হননি। রোববার সকাল পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।