ব্যাংকে গোলাগুলি: নিলামে তোলা হবে হামলাকারীর রাইফেল

টিবিএন ডেস্ক

এপ্রিল ১২ ২০২৩, ২১:৫৮

ব্যাংকে গোলাগুলি: নিলামে তোলা হবে হামলাকারীর রাইফেল
  • 0

কেন্টাকির লুইভেলে ব্যাংকে হামলাকারীর আগ্নেয়াস্ত্রটি নিলামে তোলা হবে। স্টেইটের আইন অনুযায়ী এই পদক্ষেপ নেয়া হবে বলে জানান মেয়র ক্রেইগ গ্রিনবার্গ।

সংবাদ সম্মেলনে মেয়র জানান, কেন্টাকির আইনে জব্দ করা অস্ত্র ধ্বংসের অনুমতি নেই। অফিসিয়াল কাজে সেগুলো ব্যবহার করা যায়। তবে ব্যবহারের প্রয়োজন না থাকলে সেগুলো লাইসেন্সপ্রাপ্ত ডিলারদের কাছে নিলামে বিক্রি করতে হয়।

গ্রিনবার্গ বলেন, ‘স্টেইট আইনে মেনে কেন্টাকি স্টেইট পুলিশ এই নিলাম পরিচালনা করবে এবং অস্ত্র বিক্রির অর্থের ২০ শতাংশ পুলিশ ডিপার্টমেন্টের জন্য বরাদ্দ থাকবে। বাকি ৮০ শতাংশ কেন্টাকি অফিস অফ হোমল্যান্ড সিকিউরিটির কাছে হস্তান্তর করা হবে।‘

লুইভেলের ওল্ড ন্যাশনাল ব্যাংকে সোমবার বন্দুক হামলায় ৫ কর্মকর্তা নিহত হন। পরে পুলিশের গুলিতে নিহত হন অভিযুক্ত হামলাকারী কনার স্টারযেনও। 

পুলিশ জানায়, এআর-ফিফটিন স্টাইলের সেমি অটোমেটেড রাইফেল দিয়ে গুলি করেন স্টারযেন। বন্দুকটি ঘটনার এক সপ্তাহ আগে কিনেছিলেন তিনি।

 

আরও পড়ুনঃ চাকরিচ্যুতির ক্ষোভে ব্যাংকে হামলা করেন স্টারযেন: পুলিশ

 

এ ঘটনায় হতভম্ব স্টারযেনের পরিবার। 

এক বিবৃতিতে পরিবারটি শোক জানিয়ে বলেছে, ‘কনার এমন একটি জঘন্য কাজ করতে পারে তা আমরা চিন্তাও করিনি। আমরা কোনোভাবেই বুঝতে পারিনি যে সে এমন একটি হামলার পরিকল্পনা করছিল।‘

‘আমাদের ছেলে লুইভেল কমিউনিটির নিরীহ মানুষ ও তাদের পরিবারের যে অকল্পনীয় ক্ষতি করেছে তা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা এই মুহূর্তে কী পরিমাণ দুঃখ, যন্ত্রণা এবং আতঙ্কে ভুগছি তা বোঝানোর উপায় নেই। ‘ 

 

 

স্টারযেন মানসিকভাবে বিপর্যস্ত ছিল জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘তার মানসিক স্বাস্থ্যের দিকে আমাদের নজর ছিল। কিন্তু সে এমন কিছু করতে পারে বলে কোনো ইঙ্গিত বা সতর্ক হওয়ার মতো কোনো কিছু আমরা দেখিনি… কিছু প্রশ্ন আমাদেরও আছে, যার উত্তর এখনও পাইনি।‘ 

আমরা আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সম্পূর্ণ সহযোগিতা করছি। কনআর কেন এবং কিভাবে এটি ঘটিয়েছে তা বোঝার জন্য আমরা সাধ্যমত সাহায্যের চেষ্টা করবো।‘ 

লুইভেল মেট্রোপুলিশ ডিপার্টমেন্টের সাহসিকতায় কৃতজ্ঞতা জানিয়ে তদন্তে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে স্টারযেনের পরিবার।


0 মন্তব্য

মন্তব্য করুন