সন্দেহভাজন অস্ত্রধারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বোস্টনের পুলিশ কমিশনার মাইকেল কক্স সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তাকে শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা গুরুতর নয়।
তিনি জানান, অস্ত্রধারীর হামলায় আরও দুই কর্মকর্তাও আহত হন, তবে তারা কেউ গুলিবিদ্ধ হননি।
কক্স বলেন, ‘ওই অফিসার সন্দেহভাজনকে ঠেকাতে এগিয়ে যান। অভিযুক্তের হাতে অস্ত্র ছিল। তিনি ওই অফিসারকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়েন।
‘সৃষ্টিকর্তার দয়ায় আমাদের অফিসার জীবিত আছেন। এ ঘটনাই প্রমাণ করে কতটা ঝুঁকি নিয়ে আমাদের কর্মকর্তারা কাজ করছেন।’