স্কুল শিক্ষার্থীদের অনুষ্ঠান গড়াল গোলাগুলিতে, আহত ৬

টিবিএন ডেস্ক

এপ্রিল ৮ ২০২৩, ১৮:০৩

ছবি: ডাব্লিউসিএসি

ছবি: ডাব্লিউসিএসি

  • 0

সাউথ ক্যারোলাইনার আইল অফ পামসে হাই স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের ‘সিনিয়র স্কিপ ডে’ অনুষ্ঠানে গোলাগুলিতে সমুদ্র সৈকতের ছয় জন আহত হয়েছেন। আইল অফ পামসের পুলিশ প্রধান কেভিন কর্নেট এ তথ্য নিশ্চিত করেন।

কর্নেট শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বলেন, “কিছু স্কুল পড়ুয়া কিশোর সমুদ্র সৈকতের পাশে ‘সিনিয়র স্কিপ ডে’ অনুষ্ঠানের আয়োজন করে। এক পর্যায়ে ঝগড়া বেঁধে গেলে দুই পক্ষ গুলি ছুড়তে থাকে। এ ঘটনায় পাঁচ কিশোর এবং এক জন বৃদ্ধ আহত হয়েছেন।”

সন্দেহভাজন কয়েক জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। সমুদ্র সৈকত থেকে পরিত্যাক্ত অবস্থায় বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। 

ঘটনাস্থলের এক ভিডিওতে দেখা যায়, সৈকতে বিচরণকারী শত শত মানুষ এলাকা ছেড়ে পালাচ্ছেন।

সাউথ ক্যারোলাইনার সেনেটর টিম স্কট বলেন, ‘বাড়ির পাশেই এমন নির্বোধ সহিংসতার খবরে আমি প্রচণ্ড ব্যথিত।’

সাউথ ক্যারোলাইনার কংগ্রেসওম্যান ন্যান্সি মেস বলেন, ‘এ রকম একটি আনন্দ অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ড অত্যন্ত দুর্ভাগ্যজনক।’


0 মন্তব্য

মন্তব্য করুন