আদালতে হাজিরের আগে ট্রাম্পের ঠিকানা ট্রাম্প টাওয়ার

টিবিএন ডেস্ক

এপ্রিল ৩ ২০২৩, ১৮:৩৯

আদালতে হাজিরের আগে ট্রাম্পের ঠিকানা ট্রাম্প টাওয়ার
  • 0

ফৌজদারি অপরাধে অভিযুক্ত সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার ম্যানহাটনে পৌঁছাবেন।

সূত্রের বরাত দিয়ে এবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারে উঠবেন তিনি। সেজন্য সেখানকার নিরাপত্তা জোরদার করা হয়েছে, বন্ধ করে দেয়া হয়েছে আশপাশের সড়ক।
 


তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ম্যানহাটন ডিস্ট্রিক্ট অফিস।

নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টে মঙ্গলবার হাজিরা দেবেন ট্রাম্প। পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলের ‘হাশ মানি’ ঘটনায় গত ৩০ মার্চ নিউ ইয়র্কের গ্র্যান্ড জুরি ট্রাম্পকে অভিযুক্ত করে। 
 


ট্রাম্পের বিরুদ্ধে ঠিক কতটি অভিযোগ, তা জানা যায়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, একটি নয়, ব্যবসায়িক জালিয়াতি সংক্রান্ত বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। 
 


আদালতে দোষি সাব্যস্ত হলে কারাগারে যেতে হতে পারে সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্টকে। তবে আইন বিশেষজ্ঞদের ধারণা, ট্রাম্পের জেল নয়, জরিমানা হওয়ার সম্ভাবনাই বেশি।


0 মন্তব্য

মন্তব্য করুন