সন্দেহভাজন বন্দুকধারীদের একজনকে ঘটনাস্থলেই হত্যা করেন বেসামরিক এক ব্যক্তি। আরেক বন্দুকধারী গাড়িতে করে পালানোর সময় ইযরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) এবং ইযরায়েল সিকিউরিটি এজেন্সি ফোর্স তাকে হত্যা করে।
বন্দুক হামলাকারীদের নিজেদের সদস্য বলে দাবি করেছে হামাস।
ম্যাগেন ডেভিড অ্যাডম রেসকিউ সার্ভিস জানায়, আহত চারজনকে জেরুজালেম অথবা পেটাচ টিকভার হাসপাতালে নেয়া হয়েছে।
জাকা রেসকিউ সার্ভিসের মুখপাত্র মতি বুকচিন বলেন, ‘একটি গ্যাস স্টেশনের কাছে রেস্টুরেন্টে দুই বন্দুকধারীর গুলিতে তিন জন বেসামরিক ব্যক্তি নিহত হন। বন্দুকধারীরা এরপর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গ্যাস স্টেশনে জ্বালানি নিতে আসা বেসামরিক নাগরিকদের লক্ষ করে গুলি ছোড়ে। এতে মারা যান আরেক জন।’
জাকার মুখপাত্র জানান, এক বেসামরিক ব্যক্তি বন্দুকধারীদের একজনকে গুলি করে প্রতিরোধ করেন। সেসময় দ্বিতীয় জন পালিয়ে যান।
ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) মুখপাত্র মেজর নির দিনার বলেন, ‘ঘটনাস্থলে যে সন্ত্রাসীকে গুলি করা হয়েছিল সে নিহত হয়েছে। ইযরায়েলি সিকিউরিটি এজেন্সি এবং আইডিএফ বাহিনী পরে দ্বিতীয় সন্দেহভাজনকে গুলি করে হত্যা করে।’
হামাস হামলাকারীদের নিজেদের সদস্য দাবি করে এক বিবৃতিতে বলেছে, ‘আমরা শহীদ মুহাম্মদ শেহাদেহের জন্য শোক প্রকাশ করছি এবং আমরা নিশ্চিত করছি নাবলুসের দক্ষিণে অভিযানটি অপরাধী দখলদার সরকারের জন্য একটি সুস্পষ্ট বার্তা।’