এসইউবির ধাক্কায় নিহত হয়েছেন হুইল চেয়ারে থাকা নারী। ছবি: সংগৃহীত
0
নিউ ইয়র্কের ব্রুকলিনে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় হুইলচেয়ারে থাকা এক নারী নিহত হয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার দুপুর ১টা ৩০ মিনিটেকেনযিংটনেরম্যাকডোনাল্ড ও ওয়েবস্টার অ্যাভিনিউর ইন্টারসেকশন হুইলচেয়ারে পার হতে যাওয়া ৬৮ বছর বয়সী নারীকে ধাক্কা দেয় একটি এসইউভি।
আহত অবস্থায় তাকে মাইমোনাইডস হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করা হয়।
এরপরঘটনাস্থল থেকে পেনসলিভেনিয়ার লাইসেন্স প্লেট সম্বলিত গাড়িটি জব্দ করে পুলিশ। গাড়িটি চালাচ্ছিলেন ৭৩ বছর বয়সী এক ব্যক্তি।