তবে বিয়ে বিচ্ছেদের কোনো পরিকল্পনা নেই বলেও নিশ্চিত করেছেন সাবেক মেয়রের তিন দশকের জীবনসঙ্গিনী শারলেন।
সাবেক মেয়র ও তার স্ত্রী দুই মাস আগে এই সিদ্ধান্তে পৌঁছান বলে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে বলা হয়েছে। পারস্পরিক আলোচনা ও সমঝোতার ভিত্তিতেই দীর্ঘ সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে আলোচিত এই দম্পতি।
বর্তমানে তারা ট্রায়াল সেপারেশনের রয়েছেন বলে উল্লেখ করেছে নিউ ইয়র্ক টাইমস। শারলেন ম্যাকক্রে জানান, বিয়ে বিচ্ছেদের কোনো পরিকল্পনা তাদের নেই এবং বিল ডি ব্ল্যাযিও’কে তিনি এখনও আগের মতোই ভালোবাসেন।
দশ বছর আগে মেয়র নির্বাচিত হবার পর ব্ল্যাযিও-শারলেন দম্পতির বৈবাহিক সম্পর্ক বেশ আলোচনায় ছিল। একজন কৃষ্ণাঙ্গ, অপরজন শ্বেতাঙ্গ। একজন লম্বা, অপরজন খাটো। মতাদর্শেও ভিন্নতা রয়েছে, তবু ৩০ বছর বৈবাহিক সম্পর্কে ছিলেন তারা।