চায়নায় অ্যামেরিকান রাষ্ট্রদূতের ইমেইল হ্যাক

টিবিএন ডেস্ক

জুলাই ২১ ২০২৩, ১৯:০৬

চায়নার বাণিজ্যমন্ত্রী উইং ইর সঙ্গে আলোচনায় অ্যামেরিকান রাষ্ট্রদূত নিকোলাস বার্নস। ছবি: শিনহুয়া

চায়নার বাণিজ্যমন্ত্রী উইং ইর সঙ্গে আলোচনায় অ্যামেরিকান রাষ্ট্রদূত নিকোলাস বার্নস। ছবি: শিনহুয়া

  • 0

চায়নায় নিযুক্ত অ্যামেরিকান রাষ্ট্রদূত নিকোলাস বার্নস ও স্টেট ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর ইস্ট এশিয়া ড্যানিয়েল ক্রিটেনব্রিঙ্কের ইমেল অ্যাকাউন্ট হ্যাক করেছে চায়নিজ হ্যাকাররা।

বিষয়টি নিয়ে তদন্তকারী কর্মকর্তারা এবিসি নিউজকে জানিয়েছেন যে, মে মাসে শুরু হওয়া এ সাইবার আক্রমণ জুনের মাঝামাঝি সময়ে ধরা পড়ে।

ওয়াল স্ট্রিট জার্নাল সবার আগে এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করে। সাইবার নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন হ্যাকাররা গোপন কোনো তথ্য হাতিয়ে নিতে পারেনি।

সেক্রেটারি অফ স্টেইট অ্যান্থনি ব্লিনকেনের অ্যাকাউন্ট হ্যাক হয়নি। তার চায়না সফরের কিছুদিন আগে হ্যাকিংয়ের বিষয়টি প্রকাশ পায়। তার সঙ্গে চায়না সফরে ক্রিটেনব্রিঙ্কও ছিলেন।

স্টেইট ডিপার্টমেন্টের এক মুখপাত্র এবিসি নিউজকে বলেন, ‘নিরাপত্তার খাতিরে আমরা এখন সাইবার হামলা সম্বন্ধে বাড়তি কোনো তথ্য প্রকাশ করব না। আমাদের নেটওয়ার্কগুলোতে সন্দেহজন কার্যকলাপে স্টেইট ডিপার্টমেন্ট অবিরাম চোট রাখছে ও সেটা সমাধানে কাজ করছে। আমাদের তদন্ত চলছে। এর চেয়ে বিস্তারিত আমরা জানাতে পারছি না।‘


0 মন্তব্য

মন্তব্য করুন