সাউথ ক্যারোলাইনায় ‘৬ সপ্তাহ পর অ্যাবরশন নিষিদ্ধ’ আইন কার্যকর

টিবিএন ডেস্ক

মে ২৬ ২০২৩, ৩:৫৮

সাউথ ক্যারোলাইনা স্টেইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন গভর্নর হেনরি ম্যাকমাস্টার।  ছবি: সংগৃহীত

সাউথ ক্যারোলাইনা স্টেইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন গভর্নর হেনরি ম্যাকমাস্টার। ছবি: সংগৃহীত

  • 0

সাউথ ক্যারোলাইনায় বহুল আলোচিত ‘ফিটাল হার্টবিট অ্যান্ড প্রটেকশন ফ্রম অ্যাবরশন অ্যাক্ট’ কার্যকর করা হয়েছে।

বৃহস্পতিবার স্টেইট গভর্নর হেনরি ম্যাকমাস্টার এ আইনে সই করেন। এর ফলে, গর্ভধারণের ছয় সপ্তাহ পর কেউ আর অ্যাবরশন করাতে পারবেন না। মানবভ্রূণে সাধারণত ছয় সপ্তাহ পর হৃদস্পন্দন শুরু হয়।

সাউথ ক্যারোলাইনার জন্য দিনটিকে বিশেষ আনন্দের উল্লেখ করে গভর্নর সাংবাদিকদের বলেন, ‘আমার সই এর মাধ্যমে এখন থেকে আইনটি কার্যকর হলো। এটি এখন থেকে অনাগত শিশুদের জীবনের সুরক্ষা নিশ্চিত করবে। মনে রাখতে হবে যুদ্ধ এখনো শেষ হয়ে যায় নি। এর বিরুদ্ধে কেউ আপিল করলে আমরা এর জবাব দিতে প্রস্তুত আছি এবং আমরা এই আইন রক্ষায় সবকিছু করতে রাজি’।

এর আগে সিনেটে মঙ্গলবার বিলটি পাসের সময় তিন রিপাবলিকান নারী আইনপ্রণেতা বাদে বেশির ভাগ রিপাবলিকান এর পক্ষে ভোট দেন।

এই বিলে ধর্ষণ ও অজাচারের ক্ষেত্রে অ্যাবরশনের সময়সীমা দেয়া হয়েছে ১২ সপ্তাহ। জরুরি চিকিৎসার ক্ষেত্রে এ নিয়ম শিথিল করা হবে।

সুপ্রিম কোর্ট গত বছর দেশব্যাপী অ্যাবরশন রাইট বাতিল করার পর বেশিরভাগ সাদার্ন ইউএস স্টেইট গর্ভপাতের অধিকার সীমিত করেছে। এই আইন প্রনয়নের আগে, সাউথ ক্যারোলাইনায় গর্ভাবস্থার প্রথম ২২ সপ্তাহের মধ্যে অ্যাবরশনের অনুমতি ছিল।
 


0 মন্তব্য

মন্তব্য করুন