রাশিয়া আক্রমণে এফ-সিক্সটিন ব্যবহার করবে না ইউক্রেন, বাইডেনের আশ্বাস

টিবিএন ডেস্ক

মে ২২ ২০২৩, ০:৩৯

জি-সেভেন সামিটে আলোচনায় ভলোদিমির জেলেনস্কি ও জো বাইডেন। ছবি: সংগৃহীত

জি-সেভেন সামিটে আলোচনায় ভলোদিমির জেলেনস্কি ও জো বাইডেন। ছবি: সংগৃহীত

  • 0

অ্যামেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন নিশ্চিত করেছেন রাশিয়া আক্রমণের জন্য ইউক্রেন এফ-সিক্সটিন যুদ্ধবিমান ব্যবহার করবে না।

রোববার জাপানের হিরোশিমায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এমনটা জানান বাইডেন।

বাইডেন ও জেলেনস্কি জি-সেভেন সামিট উপলক্ষ্যে হিরোশিমায় অবস্থান করছেন। গত শুক্রবার বাইডেন জানিয়েছিলেন, এফ-সিক্সটিনের মতো আধুনিক যুদ্ধবিমান চালনায় ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণে অ্যামেরিকা সহায়তা করবে। 

এর দুই দিন পর,  বাইডেন জানালেন জেলেনস্কি তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছেন যে রাশিয়া আক্রমণের জন্য এফ-সিক্সটিন বিমান ব্যবহার করবে না ইউক্রেন।

তিনি বলেন, 'রাশিয়ার ভূখণ্ডে প্রবেশ ও আক্রমণে তারা এগুলো ব্যবহার করবে না; এমনটা জেলেনস্কি সরাসরি আমাকে নিশ্চিত করেছেন।’ 

ইউক্রেন সামনের বসন্তে রাশিয়ায় পাল্টা আক্রমণ চালাতে চায়। এ প্রসঙ্গে বাইডেন সাংবাদিকদের জানান যে, তার প্রত্যাশা রাশিয়ায় ইউক্রেনের পাল্টা আক্রমণ সফল হবে। 

ইউক্রেন পশ্চিমা মিত্রদের কাছে আধুনিক সমরাস্ত্রের সহায়তা চেয়েছে। বাইডেন প্রশাসন ইউক্রেনের জন্য এরই মধ্যে ৩৭৫ মিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করেছে।

 


0 মন্তব্য

মন্তব্য করুন