ফরাসি দৈনিক লেকিপ এক প্রতিবেদনে এমবাপের না থাকার বিষয়টি নিশ্চিত করেছে। এর ফলে, তার পিএসজি ছাড়ার গুঞ্জন আরও জোরদার হলো।
গত মাসেই এ ফরাসি তারকা জানিয়েছিলেন, পিএসজির সঙ্গে চলমান চুক্তি শেষে আর নবায়ন করতে ইচ্ছুক নন তিনি। তার সঙ্গে পিএসজির চুক্তি শেষ হচ্ছে ২০২৪ সালের জুনে।
এরপর তিনি আর চুক্তি নবায়ন না করলে, ফ্রি-এজেন্ট হিসেবে বিনামূল্যে তাকে ছাড়তে হবে পিএসজির। ২০১৭ সালে ১৮০ মিলিয়ন ইউরোতে কেনা তারকাকে বিনামূল্যে ছাড়তে চায় না প্যারিসিয়ানরা।
ফলে, এ মৌসুমেই দলের সেরা এ খেলোয়াড়কে ছেড়ে দিতে চাচ্ছে পিএসজি। শুরুতে এমবাপের জন্য ১০ বছরে এক বিলিয়ন ইউরোর প্রস্তাবের কথা চিন্তা করলেও ক্লাবটি আর তাকে রাখতে চাচ্ছে না।
এমবাপের প্রথম পছন্দ রিয়াল মাদ্রিদ। রিয়ালের কাছে পিএসজির দাবি ২০০ মিলিয়ন ইউরো। লেকিপের মতে প্রাক-মৌসুম প্রস্তুতিতে এমবাপের না থাকা তার ক্লাব ছাড়ার বিষয়টি একরকম নিশ্চিত করে ফেলেছে।
যার কারণে আগামী সপ্তাহ দুয়েকের ভেতরেই নতুন ঠিকানায় দেখা যেতে পারে ২৪ বছর বয়সী এমবাপেকে।