নিউ জার্সিতে গুলিতে নিহত ১

টিবিএন ডেস্ক

জুন ২৭ ২০২৩, ১৮:৪৫

ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ব্ল্যাক সেডানের খোঁজ করছেন পুলিশ। ছবি: সংগৃহীত

ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ব্ল্যাক সেডানের খোঁজ করছেন পুলিশ। ছবি: সংগৃহীত

  • 0

নিউ জার্সির এলিজাবেথে সোমবার রাতে গুলিতে একজন নিহত ও শিশুসহ দুজন আহত হয়েছেন।

কর্মকর্তারা জানান, সোমবার রাত ৮ টা ৩০ মিনিটে সিক্স-টু-জিরো সালেম অ্যাভিনিওর একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাইরে গুলির ঘটনা ঘটে।

সিটি অফ এলিজাবেথ এর পাবলিক ইনফরমেশন অফিসার বলেছেন, এক শিশু, একজন ২০ বছর বয়সী নারী এবং ২৮ বছর বয়সী এক পুরুষ হামলার শিকার হন।

এ ঘটনায় পুরুষটি নিহত হয়েছেন। নারী ও শিশুকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ভিক্টিম তিনজনই একই গাড়িতে ছিলেন। তবে তারা এলিজাবেথের বাসিন্দা নন। তাৎক্ষণিক ভাবে ভিক্টিম তিনজনের সম্পর্ক জানা যায়নি।

এখনও হামলার কারণ জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একটি ব্ল্যাক সেডান পালিয়ে গেছে। তদন্তকারীরা সেটির খোঁজ করছেন। এখনও সন্দেহভাজন সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় এলিজাবেথের বাসিন্দা ড্যারেন স্মল জানান, কিছুদিন ধরে সালেম অ্যাভিনিউ মাদকের কার্যকলাপের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন