সাউথ ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

টিবিএন ডেস্ক

জুলাই ৫ ২০২৩, ১৭:৪৩

সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া বিধ্বস্ত বিমানের ছবি।

সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া বিধ্বস্ত বিমানের ছবি।

  • 0

সাউথ ক্যালিফোর্নিয়ায় মঙ্গলবার একটি এক ইঞ্জিনের বিমান বিধ্বস্ত হয়ে এক আরোহী নিহত ও আরও তিন আরোহী আহত হয়েছেন।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে মুরিয়েটার ফ্রেঞ্চ ভ্যালি বিমানবন্দর থেকে চার আরোহী নিয়ে এক ইঞ্জিনের একটি সেসনা ওয়ান সেভেন টু বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।

সংবাদ মাধ্যমের ভিডিও ফুটেজে দেখা যায়, ছোট ওই বিমানটি বিমানবন্দরের কাছাকাছি একটি বিজনেস পার্কিং লটে বিধ্বস্ত হয়ে উল্টে গেছে।

রিভারসাইড কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট টুইটারে জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস শহর থেকে প্রায় ৮৫ মাইল দক্ষিণ-পূর্বে বিমানটি বিধ্বস্ত হয়েছে। এ সময় ঘটনাস্থলেই বিমানের এক আরোহীর মৃত্যু হয়। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক আরোহীর অবস্থা আশঙ্কাজনক।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনার তদন্ত করছে।


0 মন্তব্য

মন্তব্য করুন