ওরল্যান্ডোতে রোববার সকালে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্টেইট পুলিশ। এবিসি নিউজ এ খবর জানিয়েছে।
পুলিশ চিফ এরিক স্মিথ জানান, ওরল্যান্ডোর প্যারামোর অ্যাভিনিউ ও গ্র্যান্ড স্ট্রিটের কাছে একটি বাড়ি থেকে কল আসে। অভিযোগ করা হয় ওই বাড়ির এক সদস্যদের অন্যদের সঙ্গে সহিংস আচরণ করছেন।
সংবাদ সম্মেলনে স্মিথ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির ভেতর থেকে গুলির শব্দ শোনে। কাছে এগুতেই এক ব্যক্তি বন্দুক হাতে বেরিয়ে আসে ও পুলিশের দিকে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়।
চিফ জানান, পুলিশ ঘরে ঢুকে এক শিশুসহ তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পায়। এর মধ্যে শিশুটিকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। অন্য দুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
নিহতদের পরিচয় বা ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পুলিশ প্রকাশ করেনি।