প্রাইভেট অ্যাম্বুলেন্সে করে তাকে নিউ ইয়র্কের বাড়িতে নিয়ে যাওয়া হয়। একটি সূত্র সিএনএনকে বলেছে, 'ম্যাডোনা ভালো আছেন।'
এর আগে গুরুতর ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে এই তারকা সংগীতশিল্পীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
নিউ ইয়র্ক সিটির একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ম্যাডোনার চিকিৎসা চলছে বলে এক বিবৃতিতে জানিয়েছিলেন তার ম্যানেজার গাই ওসেরি। তিনি বলেন, ‘ম্যাডোনার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, তবে তিনি এখনও চিকিৎসার মধ্যে আছেন… সংক্রমণ এতটাই গুরুতর ছিল যে তাকে আইসিইউতে নেয়া হয়েছে।’
হাসপাতালে নেয়ার পর ম্যাডোনা তার বিশ্ব সফর স্থগিত করেছেন। আগামী মাসে জনপ্রিয় এই সংগীতশিল্পীর ৮৪ দিনের ওয়ার্ল্ড ট্যুর শুরু হওয়ার কথা ছিল।
পপ আইকন ম্যাডোনা তার ব্রেকআউট সিঙ্গেল ‘হলিডে’-এর ৪০তম বার্ষিকী উদযাপনের লক্ষ্যে বিশ্ব ট্যুরের পরিকল্পনা করছিলেন। সফরটি ক্যানাডার ভ্যানকুভারে ১৫ জুলাই শুরু এবং মেক্সিকো সিটিতে ৩০ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল।
গত জানুয়ারিতে সফরটির ঘোষণা দেয়ার সময় ভক্তদের উদ্দেশে ম্যাডোনা বলেছিলেন, ‘ভক্তরা যারা আমার অনুষ্ঠানটির জন্য অপেক্ষা করছেন তাদের আমি যতটা সম্ভব গান শোনাতে চাই।’
এর আগে হাঁটু ও নিতম্বের ইনজুরির কারণে কয়েকটি কনসার্ট বাতিল করেন ৬৪ বছর বয়সী এই পপস্টার।
তার হিট গানগুলোর মধ্যে ইনটু দ্য গ্রুভ (১৯৮৫), লাইক এ প্রেয়ার (১৯৮৯), ভোগ (১৯৯০) হাং আপ (২০০৫) অন্যতম।
নারী শিল্পী হিসেবে সবচেয়ে বেশি মিউজিক্যাল ট্যুরের জন্য ২০০৯ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান গ্র্যামিজয়ী এই শিল্পী।