সৌদিতে মসজিদে হামলার দায়ে ৫ জনের শিরশ্ছেদ

টিবিএন ডেস্ক

জুলাই ৪ ২০২৩, ১৮:২২

সৌদি পতাকা

সৌদি পতাকা

  • 0

সৌদি আরবের ইস্টার্ন প্রোভিন্সের আল-আহসা মসজিদে হামলায় দোষী পাঁচ ব্যক্তির শিরশ্ছেদ করা হয়েছে। সৌদি মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র জানায়, সোমবার চার সৌদি নাগরিক ও এক ইজিপশিয়ান নাগরিকের শিরশ্ছেদ করা হয়।

সৌদি আরবের আল-আহসা গভর্নরেটে ওই হামলায় পাঁচ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছিলেন।

সৌদি সংবাদ মাধ্যম জানিয়েছে, হামলাকারী পাঁচ ব্যক্তির মধ্যে ইজিপশিয়ান নাগরিককে মসজিদ লক্ষ্য করে হামলা, মসজিদের নিরাপত্তারক্ষীদের উপর গুলি চালানো, আত্মঘাতী হামলার চেষ্টা ও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।

অভিযুক্ত বাকি চার সৌদি নাগরিকের মধ্যে তিনজনকে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত থাকার দায়ে ও ইজিপশিয়ানদের হামলার কাজে পরিকল্পনা ও সহায়তা করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।

অন্য সৌদি নাগরিককে একই সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। একই সঙ্গে হামলা সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করতে ব্যর্থ হওয়া ও অন্য একজনকে ওই সন্ত্রাসী সংগঠনে যোগ দিতে প্ররোচিত করার অভিযোগেও তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন