কর্তৃপক্ষ জানায়, ২৬ বছর বয়সী এই নারী বোল্ডারের বাসিন্দা। তিনি রোববারে ইপসিলন পর্বতের ব্লিটজেন রিজে সলো ক্লাইম্বিং করছিলেন।
তার সঙ্গে বোল্ডারের ২৭ বছর বয়সী আরেক ব্যক্তি ছিলেন। তিনিও পর্বত থেকে পড়ে যান। তবে তিনি পার্ক রেঞ্জারদের সঙ্গে যোগাযোগ করলে রকি মাইন্টেন ন্যাশনাল পার্ক সার্চ এবং রেসকিউ টিমের সদস্যরা তাকে উদ্ধার করেন।
এরপর সোমবার রেসকিউ টিম ওই নারীর মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানীয় করনার অফিসে নেয়া হয়েছে।