নতুন প্ল্যাটফর্ম ‘ব্লুস্কাই’ আনলেন টুইটারের সাবেক সিইও

টিবিএন ডেস্ক

এপ্রিল ২৯ ২০২৩, ২২:৩১

'ব্যবহারকারীরা এই প্ল্যাটফর্মে তথ্যের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন।' ছবি: সংগৃহীত

'ব্যবহারকারীরা এই প্ল্যাটফর্মে তথ্যের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন।' ছবি: সংগৃহীত

  • 0

‘ব্লুস্কাই’ নামে নতুন একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করেছেন টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও জ্যাক ডরসি।

প্রোফাইল, টাইমলাইন এবং রং বিবেচনায় এটি দেখতে অনেকটা টুইটারের মতো।

ডিসেন্ট্রালাইযড নেটওয়ার্কে চলা ব্লুস্কাই ফেব্রুয়ারিতে আইওএস ক্লোযড বেটা এবং এ মাসে অ্যান্ড্রয়েডে ব্যবহার উপযোগী করা হয়েছে। দাবি করা হচ্ছে, ব্যবহারকারীরা এই প্ল্যাটফর্মে তথ্যের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন।

ব্লুস্কাই মাইক্রোব্লগিংয়ের জন্য তৈরি। এর মাধ্যমে ব্যবহারকারীরা টাইমলাইনে সংক্ষিপ্ত আপডেট পোস্ট এবং ফলো করতে পারবেন। তবে টুইটারের সঙ্গে এর কিছু পার্থক্য রয়েছে। যেমন, এতে কোনো হ্যাশট্যাগ নেই এবং সরাসরি কোনো বার্তা নেই।

ডেমোক্র্যাটিক রেপ্রেযেন্টেটিভ আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেয, মডেল ক্রিসি টিগান এবং নব্বই দশকের ব্যান্ড ইভ সিক্সসহ বহু সাংবাদিক, রাজনীতিক, সেলিব্রিটির মনোযোগ আকর্ষণ করেছে নতুন এই প্ল্যাটফর্ম। 

গত বছর এক টুইটে ডরসি লেখেন, ‘আমার সবচেয়ে বড় দুঃখ হল টুইটার একটি কোম্পানি হয়ে গেছে।’

তিনি বলেন, ‘সার্ভিস যখন প্রোটোকল হয় তখন তা কোনো রাষ্ট্র বা সংস্থার মালিকানাধীন হতে পারে না।’


0 মন্তব্য

মন্তব্য করুন