খবর পেয়ে দুপুর ২টা ৪৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। একটি ৯ বছর বয়সী শিশুসহ আরেকজনকে মাথায় এবং ১৯ বছর বয়সী এক যুবকের কাঁধে গুলি করা হয়।
আহতদের মধ্যে ৪৭ বছর বয়সী এক ব্যক্তিকে আলবানি মেডিকেল সেন্টার হসপিটালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ তার পরিচয় প্রকাশ করেনি।
এ ঘটনায় সন্দেহভাজন শুটারকে খুঁজছে পুলিশ।
দ্য ব্যুরো অফ অ্যালকোহল, টোব্যাকো অ্যান্ড ফায়ারআর্মস জানিয়েছে, তদন্ত সহায়তায় ঘটনাস্থলে তাদের এযেন্ট পাঠানো হয়েছে।