২৬ বছর বয়সী নির্বাচিত এই নেতা আগামী পহেলা মে আনুষ্ঠানিকভাবে হায়োগো প্রিফেকচারের আশিয়া সিটির মেয়র হিসেবে কাজ শুরু করবেন।
জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।
তাকাশিমা গত বছর হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে এনভায়োরমেন্টাল এঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন।
এনএইচকেকে তিনি বলেন, ‘আমি মনে করি তরুণ হওয়ায় নাগরিকরা আমাকে সহজে আপন করে নেবেন। রাজনীতিতে তেমন অভিজ্ঞতা নেই বলে আমি তাদের কাছ থেকেই অনেক কিছু শিখে নিতে পারব, অজানা বিষয়গুলো প্রশ্ন করে করে বুঝে নিতে পারব। এইসব শিক্ষার প্রতিফলন ঘটবে আমার দূরদর্শিতায়।’
নির্বাচনি প্রচারে গ্রিন ইনফ্রাস্ট্রাকচার পরিকল্পনাকে গুরুত্ব দিয়েছিলেন তাকাশিমা। বেশকিছু পাবলিক স্পেইস ও পার্ক তৈরি এবং শিক্ষা, চাইল্ডকেয়ার ও যুব স্বাস্থ্যসেবা সংস্কার করতে চেয়েছেন তিনি।
এর আগে জাপানের সর্বকনিষ্ঠ মেয়র ছিলেন ২৭ বছর বয়সী কোতারো শিশিদা। তিনি ১৯৯৪ সালে নির্বাচিত হয়েছিলেন।
দেশটির হিরাতসুকা সিটি কাউন্সিলের দায়িত্ব নিতে যাচ্ছেন আরেক তরুণ।
২৬ বছর বয়সী ওই তরুণ ইউটিউবার হিসেবে বেশ পরিচিত। ইউটিউব চ্যানেলে তার নাম ‘শিন দ্য হিরাতসুকা ইউটিউবার।’
নিজ ওয়েবসাইটে বিবৃতি দিয়ে তিনি বলেন, ‘জাপানের রাজনীতিবিদদের বয়স বাড়ছে। হিরাতসুকায় প্রচুর হাইস্কুল ও ইউনিভার্সিটি আছে; এই এলাকায় তরুণদের উপস্থিতি বেশি।’
নির্বাচনি প্রচারে চাইল্ডকেয়ার ইস্যুকে প্রাধ্যান্য দিয়ে নজর কেড়েছিলেন ৩ বছর বয়সী সন্তানের সিঙ্গেল ফাদার শিন।
কাওয়াসাকি সিটির কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ২৫ বছরের আয়াকা নাসুনো। ভোটারদের কৃতজ্ঞতা জানিয়ে তিনি টুইটারে লিখেছেন, ‘কাউন্সিলর হিসেবে আমার ক্যারিয়ার শুরু হচ্ছে। আমার এলাকার সুযোগ-সুবিধা বাড়াতে আমি পরিশ্রম করব।’
রক্ষণশীল বয়স্ক নেতাদের দখলে থাকা রাজনৈতিক অঙ্গনে তরুণদের এই পদচারণায় উচ্ছ্বসিত ভোটাররা।
ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের তথ্য অনুযায়ী, জাপান পার্লামেন্টের ৭৫ শতাংশই পুরুষ। তাদের বেশিরভাগের বয়স ৫০ থেকে ৭০ বছর।