ইউক্রেইনের পারমাণবিক কেন্দ্রের শেষ চুল্লি বন্ধ

টিবিএন ডেস্ক

জুন ১০ ২০২৩, ১৪:৫৭

ইউক্রেইনের যাপোরিজাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শেষ চুল্লিটি কোল্ড শাট ডাওন করা হয়েছে। ছবি:  সংগৃহীত

ইউক্রেইনের যাপোরিজাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শেষ চুল্লিটি কোল্ড শাট ডাওন করা হয়েছে। ছবি: সংগৃহীত

  • 0

ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শেষ চুল্লিটি বন্ধ রেখেছে দেশটির পারমাণবিক শক্তি সংস্থা। খেরসন অঞ্চলের বাঁধ ধসের ফলে সৃষ্ট বন্যা ও ইউক্রেইন-রাশিয়া যুদ্ধ থেকে প্ল্যান্টটিকে সুরক্ষিত রাখতে বৃহস্পতিবার এই চুল্লিটি ‘কোল্ড শাটডাউন’ করা হয়।

ইউক্রেইনের যাপোরিজাহ পারমাণবিক কেন্দ্রটি দখল করে রেখেছে রাশিয়ান বাহিনী। ইতোমধ্যে কেন্দ্রের ছয়টি চুল্লির পাঁচটি কোল্ড শাটডাউন করা হয়েছিল। এবার শেষ চুল্লিটিও বন্ধ রিয়াক্টরের তালিকায় যোগ হয়েছে। 

কেন্দ্রের সব পারমাণবিক বিক্রিয়া বন্ধ হয়ে গেলে চুল্লির অভ্যন্তরের তাপমাত্রা ও চাপ ধীরে ধীরে কমে আসবে। 

এই সাইটটির পাওয়ার ইউনিট গত সেপ্টেম্বর থেকে বন্ধ রাখা হয়েছে। 

তবে ইউক্রেইনের পারমাণবিক অপারেটর এনারগটম কর্মীরা এখনও বিদ্যুৎকেন্দ্রে কাজ করছেন। 


0 মন্তব্য

মন্তব্য করুন