ইউক্রেইনের যাপোরিজাহ পারমাণবিক কেন্দ্রটি দখল করে রেখেছে রাশিয়ান বাহিনী। ইতোমধ্যে কেন্দ্রের ছয়টি চুল্লির পাঁচটি কোল্ড শাটডাউন করা হয়েছিল। এবার শেষ চুল্লিটিও বন্ধ রিয়াক্টরের তালিকায় যোগ হয়েছে।
কেন্দ্রের সব পারমাণবিক বিক্রিয়া বন্ধ হয়ে গেলে চুল্লির অভ্যন্তরের তাপমাত্রা ও চাপ ধীরে ধীরে কমে আসবে।
এই সাইটটির পাওয়ার ইউনিট গত সেপ্টেম্বর থেকে বন্ধ রাখা হয়েছে।
তবে ইউক্রেইনের পারমাণবিক অপারেটর এনারগটম কর্মীরা এখনও বিদ্যুৎকেন্দ্রে কাজ করছেন।