এখনও বহু লোক ট্রেনের বগিতে আটকে আছেন। উদ্ধার কাজ চলছে। ওডিশার বালেশ্বর জেলার বাহাঙ্গাবাজার স্টেশনের কাছে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কলকাতা উদ্দেশে ছেড়ে আসা ব্যাঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেস ট্রেন বাহাঙ্গাবাজার এলাকায় লাইনচ্যুত হয়ে পড়ে। চেন্নাইয়ের পথে থাকা করম্যান্ডেল এক্সপ্রেস ট্রেন ওই এলাকা পেরিয়ে যাওয়ার সময় লাইনচ্যুত ট্রেনের বগির সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। করম্যান্ডেল এক্সপ্রেসের কয়েকটি বগি ঘটনাস্থলে থাকা একটি মালবাহী ট্রেনের বগির ওপরও আছড়ে পড়ে।
দিল্লির মুখ্যমন্ত্রী আরভিন্দ কেজরিওাল মারাত্মক এই দুর্ঘটনায় শোক জানিয়ে এক টুইট বার্তায় বলেন, ‘ওডিশার এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা দুর্ভাগ্যজনক। স্বজনহারা পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি প্রার্থনা করি সৃষ্টিকর্তা সব নিহতের আত্মাকে শান্তি দিন ও তাদের পরিবারকে শোক সহ্য করার শক্তি দিন।’
ভারতের রেলমন্ত্রী নিহতদের পরিবারের জন্য ১ মিলিয়ন রুপি অর্থ সাহায্য ঘোষণা করেছেন।