ক্যালিফোর্নিয়ার ম্যামোথ মাউন্টেইনে পর্যটকের ঢল

টিবিএন ডেস্ক

জুলাই ৫ ২০২৩, ১৭:১৩

ম্যামোথ মাউন্টেইনে স্কি রাইডারের ঢল নেমেছে। ছবি: সংগৃহীত

ম্যামোথ মাউন্টেইনে স্কি রাইডারের ঢল নেমেছে। ছবি: সংগৃহীত

  • 0

ইন্ডিপেনডেন্স ডে’র ছুটিতে ক্যালিফোর্নিয়ার ম্যামোথ মাউন্টেইনে স্কি রাইডারের ঢল নেমেছে। রেকর্ড তুষারপাতের কারণে জমা বরফে স্কিইং করতে সেখানে জড়ো হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ।

দেশপ্রেমের চেতনায় লাল-নীল-সাদাকে ধারণ করে উৎসব আনন্দে ছুটি কাটাচ্ছেন অনেকে।

গরম মৌসুমে স্কিইং এর জন্য ক্যালিফোর্নিয়ার রিসোর্ট ম্যামোথ লেকস’র ম্যামোথ মাউন্টেইনে রেকর্ড তুষারপাত হয়েছে। স্কি করার জন্য আদর্শ আবহাওয়া পেয়ে ইন্ডিপেন্ডেন্স ডে উদযাপনে ছুটে এসেছেন অংসংখ্য মানুষ।

স্কিইং যাদের পছন্দ তারা তো বটেই, ম্যামোথ মাউন্টেইনে অপেশাদার স্কি রাইডারদের সংখ্যাও কম নয়।

রেকর্ড তুষারপাতের ফলে চেয়ারলিফট স্টেশন বরফে ঢেকে যাওয়ায় সাময়িক বন্ধ ছিল বিনোদনের অন্যতম সেরা এই মাধ্যম। ম্যামোথ মাউন্টেইন কর্তৃপক্ষ পরে বরফ সরিয়ে আবার চালু করে চেয়ার লিফটিং।

অতিথি আপ্যায়নে ব্যস্ত সময় কাটছে হোটেল মোটেল ব্যবসায়ীদের। যদিও আবহাওয়ার এমন আচরণকে স্বাভাবিক মনে করছেন না অনেকে।


0 মন্তব্য

মন্তব্য করুন