লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে অজ্ঞাত ওই ব্যক্তিকে বিপজ্জনক গাড়ি চালনা ও অপরাধমূলক ক্ষতিসাধনের অভিযোগ আনা হচ্ছে। ঘটনায় কোনো হতাহতের খবর দেয়নি লন্ডন পুলিশ।
তারা একে সন্ত্রাসী হামলা হিসেবে দেখছে না। তবে, ঘটনার পর ডাউনিং স্ট্রিটের পাশে হোয়াইটহল রোড কিছুক্ষণ বন্ধ রাখা হয়।
লন্ডন সময় বিকেল ৪টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। রাস্তা আবারও খুলে দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রাস্তার অন্য প্রান্ত থেকে একটি রূপালী রংয়ের কিয়া গাড়ি ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরের গেটে ধাক্কা দেয়।
বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ওই সময় বাড়িতে ছিলেন।