সংখ্যালঘু অধিকার প্রশ্নে বিস্মিত মোদি

টিবিএন ডেস্ক

জুন ২৩ ২০২৩, ৪:৩৫

প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

  • 0

অ্যামেরিকান মিডিয়ায় ভারতে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের অধিকার নিয়ে প্রশ্ন ওঠায় বিস্ময় প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার হোয়াইট হাউজে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে স্বাক্ষাতের পর সংবাদসম্মেলনে প্রশ্নের জবাব দেন মোদি।

ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ভারতে আক্রমণের প্রতিবেদন নিয়ে এক প্রশ্নের জবাবে মোদি বলেন, ‘আমি বিস্মিত যে আপনি এমনটা বলছেন।’

তিনি যোগ করেন, ‘ভারতীয় ও অ্যামেরিকানদের ডিএনএতে রয়েছে গণতন্ত্র। গণতন্ত্র আমাদের স্পৃহা। গণতন্ত্র রয়েছে আমাদের রক্তে। গণতন্ত্রকে আমরা ভালোবাসি। আমাদের পূর্বসূরিরা একে সংবিধানের রূপ দিয়ে গেছেন। সরকার গণতান্ত্রিক এ সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হয়।’

যৌথ সংবাদ সম্মেলনের আগে হোয়াইট হাউজে প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে দেখা করেন ও নৈশভোজে যোগ দেন নরেন্দ্র মোদি।

ভারতের সঙ্গে অ্যামেরিকার সম্পর্ককে অতীতের যে কোনো সময়ের চেয়ে মজবুত, নিকটতর ও ডায়নামিক উল্লেখ করেন বাইডেন।

তিনি যোগ করেন, ‘ভবিষ্যতকে নির্ধারণ করা গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলো সমাধানে আমাদের দুই রাষ্ট্র একে অপরের ওপর নির্ভর করে।’

মোদির সফরে দুই দেশের মধ্যে সামরিক, মহাকাশ গবেষণা, সেমিকন্ডাকটর উৎপাদনসহ বেশ কিছু নতুন ইস্যুতে চুক্তি সম্পন্ন হবে।


0 মন্তব্য

মন্তব্য করুন