তাদের খুঁজতে অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড।
সিটকা-ভিত্তিক ফিশিং ট্রিপ কোম্পানি কিংফিশার চার্টার্স রোববার সন্ধ্যায় কোস্ট গার্ডকে জানায়, তাদের একটি নৌকার সন্ধান মিলছে না।
কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, সবশেষ ক্রুজোফ আইল্যান্ডে নৌকাটি দেখা যায়। সেখান থেকে প্রায় ১০ মাইল দূরে একটি ছোট দ্বীপের কাছে অর্ধনিমজ্জিত অবস্থায় সেটি খুঁজে পাওয়া যায়। কাছেই ভেসে উঠেছিল মৃতের দেহ।
কোস্ট গার্ডের কমান্ডিং ডিউটি অফিসার ট্রেভর লেম্যান বলেন, ‘আমরা নৌকায় থাকা চার জনকে খুঁজতে কাজ করছি।’
কিংফিশার চার্টার্সের ওয়েবসাইট অনুযায়ী, তাদের ট্রিপ প্যাকেজে ৩০-ফুট আয়তনের পাওয়ার বোট সরবরাহ করা হয়, যার ধারণক্ষমতা ছয় জন।
নিখোঁজদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি কোস্ট গার্ড।
সিটকা ফায়ার ডিপার্টমেন্ট ও আশপাশের বেসরকারি নৌযানগুলো কোস্ট গার্ডকে অভিযানে সহায়তা করছে।