পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে হামলার ঘটনা ঘটে। সন্দেহভাজনকে সকাল ৮টার দিকে গ্রেফতার করা হয়।
ডাফং নিউজের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ছুরি হাতে এক ব্যক্তি কিন্ডারগার্টেনের মাঠ দিয়ে হেঁটে যাচ্ছেন। আরেকটি ভিডিওতে দেখা যায়, স্কুলের বাইরে চারজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
নিহত ছয় জনের মধ্যে তিনজন স্কুলের শিক্ষার্থী, একজন কিন্ডারগার্টেনের শিক্ষক ও দুজন অভিভাবক।
এখনও হামলার কারণ জানা যায়নি। পুলিশ হামলার ঘটনাকে ইচ্ছাকৃত বলে মনে করছে।
চায়নার শিক্ষাপ্রতিষ্ঠানে এমন হামলা নতুন নয়। বিবিসির তথ্য অনুযায়ী, ২০১০ সাল থেকে এখন পর্যন্ত ১৭টি ছুরি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১০টি হামলাই ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে ঘটেছে।
২০১০ সালে এক স্কুলে ২০ শিক্ষার্থীকে মেরে ফেলার পর চায়নার স্কুলগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়। তারপরেও নিয়মিত এমন হামলার ঘটনা ঘটছে। ২০২০ সালে এক স্কুল গার্ডের বিরুদ্ধে ৩৯ জনকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ ওঠে।
ব্যক্তিগত বন্দুকের মালিকানা নিষিদ্ধের পরেও এসব হামলা কমছে না। এখন হামলা করা হয় ছুরি কিংবা ঘরে তৈরি বিস্ফোরকের সাহায্যে। ব্যক্তিগত আক্রোশ বা মানসিক বিকারগ্রস্তদের মাধ্যমে বেশিরভাগ হামলা হয়ে থাকে।