একমাত্র স্প্যানিশ হিসেবে তিনি ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর জয় করেন।
লুয়েস সুয়ারেজ স্পেনের গ্যালিসিয়াতে জন্মগ্রহণ করেন। ইন্টার মিলানের হয়ে এই মিডফিল্ডার ১৯৬৪ ও ১৯৬৫ সালে ইউরোপিয়ান কাপ ও তিনটি ইটালিয়ান লিগ শিরোপা জয় করেন। সুয়ারেজ দুটি স্প্যানিশ লিগ শিরোপা জয়ের পর বার্সেলোনা ছেড়ে ইন্টারে আসেন।