চলে গেলেন স্প্যানিশ খেলোয়াড় লুয়েস সুয়ারেজ

টিবিএন ডেস্ক

জুলাই ৯ ২০২৩, ১৯:৫৬

একমাত্র স্প্যানিশ হিসেবে সুয়ারেজ ব্যালন ডি’অর জয় করেন। ছবি: সংগৃহীত

একমাত্র স্প্যানিশ হিসেবে সুয়ারেজ ব্যালন ডি’অর জয় করেন। ছবি: সংগৃহীত

  • 0

সাবেক ইন্টার মিলান ও স্প্যানিশ ফুটবলার লুয়েস সুয়ারেজ মিরামন্টেস ৮৮ বছর বয়সে মারা গেছেন। ইন্টার মিলান রোববার তার মৃত্যুর খবর প্রকাশ করে। তবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি।

একমাত্র স্প্যানিশ হিসেবে তিনি ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর জয় করেন

লুয়েস সুয়ারেজ স্পেনের গ্যালিসিয়াতে জন্মগ্রহণ করেন। ইন্টার মিলানের হয়ে এই মিডফিল্ডার ১৯৬৪ ও ১৯৬৫ সালে ইউরোপিয়ান কাপ ও তিনটি ইটালিয়ান লিগ শিরোপা জয় করেন। সুয়ারেজ দুটি স্প্যানিশ লিগ শিরোপা জয়ের পর বার্সেলোনা ছেড়ে ইন্টারে আসেন।


0 মন্তব্য

মন্তব্য করুন