দ্রুতই তাকে হাসপাতালে নেয়া হয়। আর গ্রেফতার করা হয় সন্দেহভাজন এক দর্শককে।
লোয়ার ম্যানহাটনের রুফটপ অফ পিয়ের সেভেন্টটিনে রোববার রাতে এ ঘটনা ঘটে। বিবি রেক্সা সোমবার ইস্টাগ্রামে পোস্ট দিয়ে জানান, তিনি এখন ভালো আছেন। পোস্টের সঙ্গে ছবিও জুড়ে দিয়েছেন। তাতে দেখা গেছে, বাম চোখে আঘাত পেয়েছেন ‘মেন্ট টু বি’ খ্যাত এই সংগীতশিল্পী।
নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, ঘটনাস্থল থেকে নিকোলাস ম্যালভাগনা নামে ২৭ বছরের এক দর্শককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা হয়েছে।