গুয়ামে আঘাত হানতে যাচ্ছে সুপার টাইফুন মাওয়ার

টিবিএন ডেস্ক

মে ২৪ ২০২৩, ২:১৪

ঘুর্ণিঝড় মাওয়ার এর স্যাটেলাইট থেকে নেয়া ছবি। সূত্র: নাসা

ঘুর্ণিঝড় মাওয়ার এর স্যাটেলাইট থেকে নেয়া ছবি। সূত্র: নাসা

  • 0

সুপার টাইফুন ‘মাওয়ার’ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে আঘাত হানতে যাচ্ছে।

১৬০ মাইল গতির ক্যাটাগরি ৫ টাইফুনটি স্থানীয় সময় বুধবার দুপুরে আঘাত হানতে পারে। গত কয়েক দশকে এটিই গুয়ামে সবচেয়ে শক্তিশালী টাইফুন। এ সময় ২০ ইঞ্চি বৃষ্টিপাতের সঙ্গে ২৫ ফিট উচ্চতার জলোচ্ছাসের সম্ভাবনা রয়েছে।  

পূর্ব প্রস্তুতি হিসেবে টাইফুন সতর্কতা জারি করা হয়েছে অ্যামেরিকার আনইনকরপোরেটেড টেরিটোরি এ দ্বীপটিতে। 

গুয়ামের নাগরিকদের যত তারাতাড়ি সম্ভব নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশনা দেয়া হয়েছে ও ঝড় মোকাবেলায় সবধরনের সতর্কতা গ্রহন করতে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এর মধ্যেই উত্তর গুয়ামের একটি আশ্রয়কেন্দ্র পরিপূর্ণ হয়ে গেছে বলে জানিয়েছে এবিসি নিউজ। 

প্রেসিডেন্ট জো বাইডেন গুয়ামে জরুরি অবস্থা জারি করেছেন এবং ঝড় মোকাবেলায় ফেডারেল সরকারের পক্ষ থেকে সবধরনের সহায়তার ঘোষণা দিয়েছেন । 

১৯৬০ এর দশকের পর টাইফুন ‘মাওয়ার’ হতে পারে গুয়ামে সবথেকে ধ্বংসাত্মক টাইফুন। এর আগে ২০০২ সালে টাইফুন ‘পংসোনা’য় ৭০০ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছিল।   


0 মন্তব্য

মন্তব্য করুন